More

    পশ্চিমবঙ্গ বিধানসভায় বগটুই-কান্ডকে ঘিরে মারামারি

    প্রভাতি সংবাদ ডেস্ক:

    ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রামপুরহাটের বগটুই-কান্ডকে কেন্দ্র করে বিধানসভায় তৃণমূল সংসদ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন প্রধান বিরোধী দল বিজেপির সংসদ সদস্যরা।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এ ঘটনায় পাঁচ বিজেপি সংসদ সদস্যকে বরখাস্ত করেছেন পশ্চিমবঙ্গে বিধানসভার স্পিকার। এদের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রয়েছেন।

    আনন্দবাজার জানায়, সোমবার বিধানসভার অধিবেশনের শুরুতেই বগটুই-কান্ড নিয়ে বিরোধী দলনেতার বক্তব্যেই গোলমালের সূত্রপাত হয়।

    তারপর বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। স্পিকার তাদের থামানোর চেষ্টা করলেও তাতে উত্তেজনার পারদ বৃদ্ধি পায়। একপর্যায়ে উভয় দলের প্রতিনিধিদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

    এ ঘটনার জন্য বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তার অভিযোগ, পরিকল্পিতভাবে অশান্তি করছে বিজেপি। রাজ্যের উন্নয়ন সহ্য করতে পারে না বিরোধীরা।

    অন্যদিকে, রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, তৃণমূলের সংসদ সদস্যদের সঙ্গে হাতাহাতিতে ১০ সংসদ সদস্য আহত হয়েছে। বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গার জামা ছিঁড়ে যায়। আর এক সংসদ সদস্যের চশমা ভেঙে যায়।

    শুভেন্দু বলেন,‘বিধানসভা নির্বাচনে যে সব সম্প্রদায়ের ভোট তৃণমূল পায়নি তাদের প্রতিনিধিদের বেছে বেছে বরখাস্ত করা হয়েছে। আমাদের অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে।’

    ‘‘মনে রাখতে হবে বিধানসভা কেবল স্পিকারের ক্ষমতাবলেই চলে না, এখানে রাজ্যপালের একটি ভূমিকা রয়েছে। আর আমাদের বরখাস্ত করে রাখা হলে আমরা অধিবেশন কক্ষের বাইরে অধিবেশন বসিয়ে মক পার্লামেন্ট করে প্রতিবাদ জানাব।’’

    ঘটনার বিস্তারিত জানতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী ফিরহাদের কাছে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মারামারি চলাকালে তিনি বিধানসভায় উপস্থিত ছিলেন না।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img