প্রভাতি সংবাদ ডেস্ক:
টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৭ অক্টোবর) পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রাজ্যের বিধানসভায় তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়।
এদিন একই সঙ্গে শপথ বাক্য পাঠ করেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল শেখ এবং জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনও। শপথগ্রহণ অনুষ্ঠানের পর সকলের অংশগ্রহণে একটি চা চক্রের আয়োজনও করা হয়েছিল।
এর আগে গেল এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে পরাজিত হন মমতা। যদিও তৃণমূল কংগ্রেসের বড় জয়ের কারণে মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখা মমতাকে সাংবিধানিক বাধ্যবাধকতা পালনের জন্য উপ নির্বাচনে জয় নিশ্চিত করতে হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপ নির্বাচনে জয়ী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্যের বিধায়ক হিসেবে শপথগ্রহণ করবেন।