More

    ধামসা-মাদলের তালে নাচলেন মমতা

    প্রভাতি সংবাদ ডেস্ক:

    নাচলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উত্তরের জেলা আলিপুরদুয়ারে গতবছর ফেব্রুয়ারি মাসে গণবিবাহের অনুষ্ঠানে গিয়ে আদিবাসীদের সঙ্গে নেচেছিলেন মমতা। সেই আলিপুরদুয়ারে এবারও নাচলেন তিনি।

    এবার আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিণী ময়দানে আদিবাসীদের গণবিবাহের অনুষ্ঠানে অংশ নেন মমতা। আদিবাসী পোশাক পরে অনুষ্ঠানে আসেন তিনি। শুরুতেই তাকে পাত্র-পাত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায়। এসময বেশ কয়েকজন দম্পতির হাতে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। তারপর মঞ্চে চলে যান তিনি। এরপরই শুরু হয় অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব। মঞ্চে আদিবাসী পোশাক পরা মুখ্যমন্ত্রী আদিবাসী মহিলাদের সঙ্গে ধামসা-মাদলের তালে পা মেলান। এভাবে চার-পাঁচ মিনিট নাচেন মুখ্যমন্ত্রী মমতা।

    রাজ্যের শীর্ষ ব্যক্তির এ নাচে মুগ্ধ আদিবাসীরা। নবদম্পতিদের অনেকেরই দাবি, জীবনের গুরুত্বপূর্ণ দিনে স্মরণীয় উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    এ্র আগে ২০২০ সালের ডিসেম্বরেও সঙ্গীতমেলার উদ্বোধনে আদিবাসী শিল্পীদের সঙ্গে নেচেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ২০২১ সালের ফেব্রুয়ারিতে আলিপুরদুয়ারে গণবিবাহের অনুষ্ঠানে ধামসা-মাদলের তালে পা মেলান তিনি। পরে ওই বছর আগস্টে ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আলিপুরদুয়ারের ঘটনার প্রতিফলন ঘটে।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img