More

  ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ টিকা দেওয়ার রেকর্ড

  নিজস্ব প্রতিবেদকঃ

  করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় ৮০ লাখ ৯৬ হাজার ৪১৭ জনকে টিকা দেওয়া হয়েছে। যা একদিনে দেশটির সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকা দেওয়ার রেকর্ড।

  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেকর্ড সৃষ্টিকারী এই টিকাদানের সংখ্যাকে আনন্দিত হওয়ার মতো বলে এক টুইট করেছেন। সেখানে তিনি বলেছেন, কোভিড-১৯ এর বিরদ্ধে লড়াইয়ে এখনও আমাদের শক্তিশালী অস্ত্র হচ্ছে টিকা। যারা টিকা পেয়েছেন তাদের অভিনন্দন এবং এত সংখ্যক নাগরিকের টিকাপ্রাপ্তি নিশ্চিতে সম্মুখসারির যে যোদ্ধারা কাজ করছেন তাদের শুভেচ্ছা। বেশ করেছে ভারত।

  গত ২ এপ্রিল ভারত একদিনে সর্বোচ্চ ৪২ লাখ ৬৫ হাজার ১৫৭ জনকে টিকা দেওয়ার রেকর্ড করেছিল। এর প্রায় আড়াই মাস পর সোমবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে করোনায় বিপর্যস্ত এই দেশটি।

  সোমবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত ভারতে ২৮ কোটি ৩৬ হাজার ৮৯৮ ডোজ টিকা দেওয়া হয়েছে।

  এদিকে, মহামারির বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে হাঁটতে শুরু করেছে ভারত। দেশটিতে গত ৮৮ দিনের মধ্যে সবচেয়ে কমসংখ্যক মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। দৈনিক মৃত্যুও নেমে এসেছে দেড় হাজারের নিচে।

  মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছনে ২ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ২২১ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৮ হাজার ১৩৫ জন।

  © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
  / month
  placeholder text

  সর্বশেষ

  রাজনীাত

  বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

  প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

  আওয়ামী লীগের শান্তি সমাবেশ

  আরো পড়ুন

  Leave a reply

  Please enter your comment!
  Please enter your name here

  spot_imgspot_img