প্রভাতি সংবাদ ডেস্ক:
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীর মন্তব্যের জেরে মঙ্গলবার (৭ জুন) দুপুরে গ্রেপ্তার করা হয়েছে ‘স্বঘোষিত কবি’ রোদ্দূর রায়কে। কলকাতার পুলিশ তাকে গোয়া থেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, এর পর ট্রানজিট রিমান্ডে গোয়ায় তোলা হবে। তারপর তাকে নিয়ে আসা হবে কলকাতায়।
সম্প্রতি মমতা ব্যানার্জী সাহিত্যে বাংলা আকাদেমি পুরস্কার পাওয়ার পর তাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন রোদ্দূর রায়। এতে ক্ষুদ্ধ হয়ে তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা করেন তৃণমূল সমর্থকরা। কিছুদিন আগেও ফেসবুক লাইভে মমতাকে গালিগালাজ করেন তিনি। গত ৩ জুন তৃণমূল নেতা ঋজু দত্ত চিৎপুর থানায় অভিযোগ করেন।
গায়ক রূপঙ্কর এবং অকালপ্রয়াত কেকে-কে নিয়ে সম্প্রতি একটি ফেসবুক লাইভ করেন রোদ্দূর রায়। লাইভে তিনি রূপঙ্করের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন।
এছাড়াও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমসহ কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের পুলিশ-প্রশাসন সম্পর্কেও কটূক্তি করেন তিনি। ওই ফেসবুক লাইভের বক্তব্য নিয়েই গত শনিবার তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
তিনি আগে থেকেই টের পেয়েছিলেন তাকে গ্রেপ্তার করা হবে। সেটা তার ফেসবুক স্ট্যাটাস থেকেই কিছুটা আন্দাজ করা গেছে। গ্রেপ্তারের আগে রোদ্দূর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, কেস দাও মোরে কেস দাও আরো, বন্ধ রাখিও কারাগারে, পুলিশও হাসিছে মোক্সা ক্যাওড়া দেখিছে থানায় বসি, গাঁজার গোলাপ বানায়েছে তারা ফেলিয়া কড়া ও রশি’।