More

    করোনার সব বিধিনিষেধ প্রত্যাহার পশ্চিমবঙ্গে

    প্রভাতি সংবাদ ডেস্ক:

    দীর্ঘ দুই বছর চড়াই-উতরাইয়ের পর বৃহস্পতিবার (৩১ মার্চ) মধ্যরাত থেকে ভারতের পশ্চিমবঙ্গে তুলে নেওয়া হয়েছে মহামারি করোনা ভাইরাসের ভয়াল সংক্রমণের কারণে আরোপিত সকল বিধিনিষেধ। সংক্রমণ নিম্নমুখী হওয়ায় বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারির মাধ্যমে সিদ্ধান্তটি জানিয়েছে রাজ্য সরকার। বিধিনিষেধ উঠে গেলেও এখনো মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

    রাজ্যটিতে করোনার সংক্রমণ উল্লেখযোগ্য থাকায় এতদিন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ বহাল ছিল। এবার তা তুলে নেওয়া হয়েছে। এর মাধ্যমে আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্য। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যগুলোকে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছিল।

    বিধিনিষেধ নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের বার্তা : সমগ্র ভারতেই ধীরে ধীরে কমছে করোনার সংক্রমণ। যদিও এখনো বেশকিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড বিধিনিষেধ জারি রয়েছে। সংকটময় এমন পরিস্থিতিতে সংক্রমণের হার ও নতুন সংক্রমণের প্রবণতা দেখে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় কেন্দ্র সরকার।

    সম্প্রতি সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব ও মুখ্য প্রশাসককে চিঠি পাঠান কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। যেখানে তিনি উল্লেখ করেন, গত ২১ জানুয়ারি থেকে দেশে সংক্রমণের নিম্নগামী প্রবণতা দেখা যাচ্ছে।

    চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব লিখেছেন- বর্তমানে, যেহেতু দেশে (ভারত) সংক্রমণের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে, এটি উচিত হবে যদি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলো নতুন সংক্রমণ, সক্রিয় সংক্রমণ বিবেচনার পর অতিরিক্ত বিধিনিষেধগুলো পর্যালোচনা করে এবং সংশোধন/প্রত্যাহার করে নেওয়া।

    উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ৩৭ জন। এ নিয়ে গতকাল রাজ্যে করোনার থাবায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ১৭ হাজার ৩১৫ জনে দাঁড়িয়েছে। এছাড়াও গত ৮ দিন রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img