শেখ তানজিম
১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্থান আওয়ামী মুসলিম লীগ নামে প্রতিষ্ঠিত হয় বর্তমান সময়ের গণমানুষের প্রিয় রাজনৈতিক সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগ।
বাংলাদেশ আওয়ামী লীগের বাংলা অর্থ বাংলাদেশ গণসংঘ। নিখিল পাকিস্থান আওয়ামী লীগ, ১৯৭০ সাল থেকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন শুরু করে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে সংগঠনটির নাম করা হয়,বাংলাদেশ আওয়ামী লীগ।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি, ইয়ার মুহম্মদ খান, শামসুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে প্রতিষ্ঠাতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে গণমানুষের অধিকার আদায়ের লক্ষে কাজ করে যাচ্ছে। মূলত স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের মনে জায়গা করে নেয় আওয়ামী লীগ।
বাংলাদেশ আওয়ামী লীগের অসাম্প্রদায়িক চেতনার কারণে ধর্ম বর্ণ নির্বিশেষ সব মানুষের প্রিয় সংগঠনে পরিনত হয় বাংলাদেশ আওয়ামী লীগ।
বাংলাদেশ আওয়ামী লীগের মতাদর্শ হল, বাঙালি জাতিয়তাবদী চেতনা ধারণ, ধর্ম নিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা, সমাজতন্ত্রে গুরুত্বারপ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহম্মদ, ক্যাপ্টেন মুনসুর আলী, এইস এম কামরুজ্জামান, আব্দুল রাজ্জাক, তোফায়েল আহম্মেদ, সৈয়দা সাজেদা চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্তা, জোহরা তাজ উদ্দিনের মত প্রজ্ঞবাণ রাজনৈতিক নেতাদের হাত ধরে আজ দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দলে পরিনত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বর্তমান আওয়ামী লীগ সভাপতি, জাতির জনকের কন্যা, গনতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনার মেধায়, দূরদর্শীতা, উন্নত চিন্তা চেতনা ও দেশের প্রতি নির্লোভ ভালবাসার কারণে তুমুল জনপ্রিয় সংগঠনে পরিনত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বাংলাদেশ আওয়ামী লীগ একটি কর্মীবান্ধব এবং কর্মী নির্ভর রাজনৈতিক দল। কর্মীরা আওয়ামী লীগের প্রাণশক্তি। বিভিন্ন প্রতিকূল সময়ে রক্তদিয়ে, প্রাণ উৎসর্গ করে, জেল জুলুম অত্যাচার সহ্য করে বারবার তার প্রমাণ দিয়েছে কর্মীরা।
বর্তমান সময়ে দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতাশীন থাকার কারণে ভিন্নদল থেকে কিছু ক্ষমতা লোভী, ধর্মান্ধ, কুটিল স্বভাবের, দালাল শ্রেণীর লোক চাতুরতার সঙ্গে আওয়ামী লীগে ঢুকে পড়েছে। তারা দলকে আদর্শচূত্য করে দলীয় শৃঙ্খলা নষ্ট করছে। এবং বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে। এবিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সর্বাত্মক মঙ্গল কামনা করছি।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।