প্রভাতি সংবাদ ডেস্ক:
অ্যান্টিগা টেস্টে সুবিধাজনক অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ১০৩ রানের জবাবে ক্যারিবীয়রা ১৬২ রানের লিড নিয়ে থামে ২৬৫ রানে। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষ সেশনে তামিম ইকবাল (২২) ও মেহেদী মিরাজের (২) উইকেট হারায় বাংলাদেশ। আজ তৃতীয় দিনের খেলা শুরুর খানিকক্ষণ পর বিদায় নেন নাজমুল হোসেন শান্ত।
প্রথম ইনিংসে শূন্য রানে বিদায় নিলেও দ্বিতীয় ইনিংসে করেন ১৭ রান। কাইল মেয়ার্সের বলে স্লিপে থাকা ক্যাম্পবেলের হাতে দেন ক্যাচ। শান্তর বিদায়ের পর মুমিনুল হক বিদায় নেন মাত্র ৪ রান করে। মেয়ার্সের বলে এলবিডব্লু হন সদ্য সাবেক অধিনায়ক হওয়া মুমিনুল। প্রথম সেশনে লিটন দাসও বিদায় নেন ১৭ রানে। একপাশ আগলে রেখে ভালোই সামলাচ্ছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে কেমার রোচের বলে শেষ পর্যন্ত ৪২ (১৫৩) রান করে ক্যাচ দেন উইকেট-রক্ষক জশুয়া দ্য সিলভার হাতে।
এক সেশনে চার উইকেট হারিয়ে বিপাকে পড়া দলের বিপদ সামলান সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান। বাকি ব্যাটাররা যেখানে ব্যর্থ হয়েছেন, সাকিব আল হাসান সেখানে খেলে যাচ্ছেন অনায়াসে। প্রথম ইনিংসে অর্ধশত রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত রয়েছেন ৩৬ রানে। দুজনের ৫৬ রানের জুটিতে ক্যারিবীয়দের দেওয়া ১৬৫ রানের লিড টপকে গেছে বাংলাদেশ, সঙ্গে এড়ানো গেল ইনিংসে হারও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৬৫ রান, লিড নিয়েছে ৩ রানের। সাকিব ৩৬ ও সোহান অপরাজিত রয়েছেন ২১ রানে।