প্রভাতি সংবাদ ডেস্ক:
নবাগত গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব করে আইপিএলের শিরোপা জিতেছেন, মাসও পেরোয়নি। এরই মাঝে বহু চর্চা হয়েছে তার নেতৃত্বগুণ নিয়ে। শেষমেশ আইপিএলজয়ী পান্ডিয়ার নেতৃত্বগুণে বিশ্বাস রাখল ভারত। আসন্ন আয়ারল্যান্ড সফরে দুই টি-টোয়েন্টির সিরিজে তার নেতৃত্বেই খেলবে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ীরা।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। এর ফলে টানা তিন টি-টোয়েন্টি সিরিজে তিন অধিনায়কের অধীনে খেলবে ভারত। গেল ফেব্রুয়ারিতে ভারত রোহিত শর্মার নেতৃত্বে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বর্তমানে চলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ, সেখানে দলের নেতৃত্ব লোকেশ রাহুলের দেওয়ার কথা থাকলেও চোটের কারণে তিনি ছিটকে যান, শেষমেশ ঋষভ পান্তের অধীনে খেলছে ভারত। এরপরই দলটির যাত্রা করার কথা আয়ারল্যান্ডে। সেখানে দলের অধিনায়ক থাকবেন পান্ডিয়া।
ভারতকে এই সফরেও হয়তো নেতৃত্ব দিতেন পান্তই। তবে এই সফরের ঠিক পরেই ইংল্যান্ড সফরে যাবে ভারত, সেখানে আগামী ১ থেকে ৫ জুলাই দল খেলবে গেল বছর স্থগিত হয়ে যাওয়া টেস্টটি। সেই টেস্টের জন্যই তাকে টি-টোয়েন্টি সিরিজে দলে রাখেননি নির্বাচকরা। আর তাই পান্ডিয়ার কাঁধে এসে পড়েছে নেতৃত্বভার।
আগামী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের ম্যালাহাইডে দুটি টি-টোয়েন্টি খেলবে দলটি। এই সিরিজে অধিনায়ক পান্ডিয়া তার সহকারী হিসেবে পাবেন ভুবনেশ্বর কুমারকে। এই সিরিজের দলে ডাক পেয়েছেন রাহুল ত্রিপাঠি যা তার প্রথম জাতীয় দলের ডাক। সূর্যকুমার যাদব আর সাঞ্জু স্যামসনরা আছেন এই সফরের দলে।
আয়ারল্যান্ড সফরে ভারতের টি-টোয়েন্টি দল
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, দিনেশ কার্তিক (উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড়, রবি বিষ্ণই, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুদা, উমরান মালিক, রাহুল ত্রিপাঠি, যুজবেন্দ্র চাহাল, ঈশান কিষান, অক্ষর প্যাটেল, হার্শাল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং।