More

    বিশ্বকাপ ক্রিকেট প্রস্তুতি ম্যাচে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা

    Spectators are banned from World Cup cricket preparation matches

    প্রভাতী স্পোর্স্টস ডেস্ক:

    নিরাপত্তারজনিত কারণে পাকিস্তানের বিশ্বকাপ সূচিতে আনা হয়েছে পরিবর্তন। একই কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে বাবর-রিজওয়ানদের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও দর্শক প্রবেশে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।

    আগামী ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে । তখন নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ভারতীয় ক্রিকেট বোর্ড ম্যাচে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ।

    এ বিষয়টি নিশ্চিত করে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন ‘ধর্মীয় অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলবে। তাই স্থানীয় পুলিশ এই ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। তবে হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়া-আসা পর্যন্ত দুই দলকেই পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে।’

    এছাড়াও বলা হয়েছে, ‘ম্যাচটি দর্শক ছাড়াই হবে এবং যারা টিকেট বুক করেছেন তাদের অর্থ ফেরত দেওয়া হবে।’ বোর্ডের তরফ থেকে অফিসিয়াল টিকেট পার্টনার বুকমাইশো’কে নির্দেশও দেয়া হয়েছে এই বলে যে, যারা টিকেট ইতিমধ্যেই কেটে ফেলেছে তাদের টিকেটের দাম ফেরত দেওয়ার জন্য।

    হায়দরাবাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো ২৬ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঈদ–এ মিলাদুন্নবী (সা.)–এর অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবে। পরদিন ২৮ সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের গণেশ বিসর্জন অনুষ্ঠান। টানা তিন দিন দুটি ধর্মীয় অনুষ্ঠানে দায়িত্ব পালনের পরদিনই পাকিস্তানের ম্যাচে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে আগেই জানিয়েছিল হায়দরাবাদ পুলিশ।

    পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি ও মূল পর্ব মিলিয়ে ১১ ম্যাচের ৪টিই রাখা হয়েছে হায়দরাবাদে। প্রস্তুতি পর্বে বাবর-আফ্রিদিদের অন্য ম্যাচটি ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই ভেন্যুতে তাঁদের মূল পর্বের আরেক ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

    এবারের বিশ্বকাপ সূচি এমনিতেই অনেকটা দেরি করে প্রকাশিত হয়েছে। পরবর্তীতে সূচিতে পরিবর্তন আনা হয়েছে নিরাপত্তার কারণে । ১৫ই অক্টোবর গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা এগিয়ে ১৪ অক্টোবর করা হয়েছে। অন্যদিকে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ ১২ নভেম্বর কলকাতায় ইডেন গার্ডেন্সে হওয়ার কথা থাকলেও সেদিন পশ্চিমবঙ্গে কালী পুজো থাকায় ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছে।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    spot_imgspot_img