More

    ‘সোনার পদক’ জিতলেন বিরাট কোহলি

    Virat Kohli won the gold medal

    প্রভাতী সংবাদ ডেস্ক:

    ভারতের ক্রিকেট টিম ম্যানেজমেন্ট এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে নতুন পুরস্কার চালু করল। রবিবার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পরে এই পুরস্কার পেলেন বিরাট কোহলি।

    ‘সোনার পদক’ জিতলেন বিরাট কোহলি। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে ৮৫ রানের ইনিংস খেলেছেন । কিন্তু ব্যাটিংয়ের জন্য কোনও পুরস্কার পাননি তিনি। পেয়েছেন মূলত ফিল্ডিংয়ের জন্য। অস্ট্রেলিয়ার ব্যাটার মিচেল মার্শের ক্যাচ ধরার পুরস্কার পেয়েছেন তিনি।

    ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট এ বারের বিশ্বকাপে এই নতুন পুরস্কার দেওয়ার রীতি চালু করেছে। প্রতিটি ম্যাচের শেষে দলের সেরা ফিল্ডারকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এই পুরস্কার দেখতে অনেকটা সোনার পদকের মতোই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেছে ভারত। প্রথম ম্যাচে সেই পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি।

    ম্যাচ শেষে সাজঘরে এই পুরস্কার দেওয়া হয়। তার ভিডিওতে প্রথমে কথা বলছেন রাহুল দ্রাবিড়। দলের কোচ বলেন, ‘‘এ বারই আমরা এই পুরস্কার চালু করেছি। দলের ফিল্ডিং কোচ টি দিলীপ সেই পুরস্কার দেবে। এ বার বাকিটা দিলীপ বলবে।’’ পরে দলের ফিল্ডিং কোচ দিলীপ বলেন, ‘‘আজ দলের ফিল্ডিং খুব ভাল হয়েছে। ঈশান খুব ভাল ফিল্ডিং করেছে। শ্রেয়স ভাল ক্যাচ ধরেছে। কিন্তু শুধুমাত্র একটা ক্যাচের জন্য এই পুরস্কার নয়, গোটা ম্যাচ জুড়ে ভাল ফিল্ডিং করলে তবেই এই পুরস্কার পাওয়া যাবে। এই ম্যাচের পরে এই পুরস্কার পাচ্ছে বিরাট কোহলি।’’

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    spot_imgspot_img