ফারজানা রহমান এ্যানি:
নিঃসঙ্গ দুপুর খুঁজে নেয়,
প্রিয় কোন গান, কাব্য অথবা মানুষ!
অতলে হারিয়ে যাওয়ার আগে,
পিছন ফিরে দেখে নিতে চাই সেই তো;
যার জন্য এত অপেক্ষা?
অলস সময়গুলো বুঝতে চাই
সেই দুপুর গুলোতে এখনো বকুলতলায়,
ফুল কুড়াতে আসার ছলে;
সদ্য যৌবনে পা দেওয়া
কিশোরী মনের গোপন কোন বাসনা কিনা?
ভাল লাগার সুন্দরতম মূহুর্তে
সেই পদ্মা পাড়ের বালুকা বেলায়,
পাগল করা দামাল বেহিসাবী
কপাল ঢেকে ফেলা বেহায়া বাতাস কিনা?
মাঝে বয়সে এসেও
তাই ফিরে যেতে চাই,
বারে বারে মোহন আলোয়
সেই ফেলে আসা কৈশোরে!
ষোড়শী বালিকার যত না বলা কথা,
মন পবনের নায়ে চলে যেতে চাই
অজানা কোন শহরে!
হাজার বছরের ফেলে আসা,
আলোর ধারায় , জৈষ্ঠ্য মাসের;
হঠাৎ উদয় হওয়া কালবৈশাখী ঝড়ের মত
একাকার করে,
নতুন করে গড়তে চাই সেই;
কল্পনাই অদৃশ্য এক পৃথিবী!