নিশাত জেসমিন:
ভবের লীলা সাঙ্গ করে সবাইকে
চলে যেতে হবে আপন আলয়ে
রঙ বাহারী গাড়ি বাড়ি কিছুই রবে না
সবই ফুৎকার হয়ে যাবে মহাপ্রলয়ে!
এই দুনিয়ার সরাইখানায়
আমরা দুদিনের মুসাফির
সময় থাকতে করো সঞ্চয়
পরকালে খুলে যাবে তকদির।
ভোগের নেশায় মত্ত তুমি!
রঙ মহলে করছ সুখে বাস
ঈমান আমল ঠিক রাখ
রেখ তাওহীদে বিশ্বাস।
দুনিয়ার কাজে ব্যস্ত তুমি
আল্লাহকে ডাকার সময় নাই
করছ তুমি ফরজ কাজে অবহেলা !
ডাক আসলে তো চলে যেতে হবে ভাই।
সাড়ে তিন হাত মাটির ঘর
এটাঈ হবে সবার শেষ ঠিকানা
সঙ্গে যাবে না কোন স্বজন
কালেমা মুখে মৃত্যুর করি প্রার্থনা।
তোমার ধন দৌলতের পাহাড়
যেন তেজারতির মহাসিন্ধু শূন্য হাতে
এসেছিলে যাবে শূন্য হাতে
বিছানো আছে মাটির সজ্জা চন্দ্রবিন্দু।
লেখক: কবি ও সাহিত্যিক