ফারজানা রহমান এ্যানি
অদ্ভুত একটা ভাল লাগা ছড়িয়ে দিতে
হঠাৎ করে মনে হলো,
এই পৃথিবীর সব আলো ছড়িয়ে আছে
ঐ সৌম্য শ্যামল অবয়বে;
কতদিন হয়নি দেখা সেই মুখ?
সাদা কালো এক মাথা এলোমেলো
সেই ঈশান মেঘের কাব্য কথায়।
তুমি বলতে দূর ছাই, বড় ছেলেমানুষ আছ তুমি!
এ বয়সে এসব কি তোমায় মানাই?
বড্ডো ছেলে মানুষ এমন করে হলেই হবে?
জীবন নদীর সব পানিতো গড়িয়ে গেছে,
হঠাৎ কেন এমনতর হা হুতাশ নতুন করে,
চলছে যেমন তেমন করে চলতে দেয;
নাই বা হোল রাজ আসন, ভোগ বিলাস,
তাতেই বা কি, বেশতো আছো!
পাওয়া আর না পাওয়ার মধ্যি খানে;
একটু না হয় সামলে চলো,
আর কটা দিন এমনি করে কাটিয়ে দিও,
সব ভুলে ভাল থাকার অসম্ভব এই মজার খেলায়!
জীবন কালের সেরা খেলোয়াড় হতে হবে
এটাই হোক তোমার ব্রত!
লেখক: কবি, কথা সাহিত্যিক ও উন্নয়ন কর্মী