নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (০৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর বানিয়াবাড়ি এলাকার বাঘাডাঙ্গার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় পারভীন আক্তার (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের স্ত্রী পারভীন আক্তারকে হত্যার পরিকল্পনা করেন।
সে লক্ষ্যে গত বুধবার (০২ জুন) রাতে স্ত্রীকে কৌশলে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আড়িয়াল বিল সংলগ্ন কামলার বিলে নিয়ে যান।
সেখানে রাত আড়াইটার দিকে স্ত্রী পারভীনকে কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে মরদেহ গুম করার লক্ষ্যে বিলের একটি পুকুরে কচুরি পানা দিয়ে ঢেকে রাখেন।
পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় পারভীনের ভাই বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে তা মামলা হিসেবে রুজু করা হয়।
পারভীন-অহিদ দম্পতির সম্পা (১৬), মিম (৮) ও জান্নাত (৪) নামে তিন মেয়ে এবং ইয়াসিন (১২) নামে এক ছেলে রয়েছে। গত শুক্রবার (২৮ মে) তাদের বড় মেয়ে সম্পার বিয়ে হয়েছে।
সংবাদ সম্মেলনে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়েতুল ইসলাম ভূঞা, ওসি (তদন্ত) হেলাল উদ্দিন, ওসি (অপারেশন) মো. আজগর প্রমুখ উপস্থিত ছিলেন।