More

    সিরাজগঞ্জে মাস্ক না পড়ায় ১১ জনকে জরিমানা

    নাজমুল হাসান, সিরাজগঞ্জঃ

    মাস্ক না পরার অপরাধে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামতৈল এলাকায় ১১ জনকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    শনিবার ( ৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের একটি দল এই অর্থদণ্ড আদায় করেন। এসময় বিজিবির সদস্যরাও উপস্থিত ছিলেন।

    বেলা সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে।

    অভিযানে নেতৃত্ব দেন কামারখন্দ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার।

    তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে মাস্ক পরাবিষয়ক সচেতনতা বাড়ানো।

    মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা বেড়েছে উল্লেখ করে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানে এসে বেশির ভাগ সময় মানুষকে মাস্ক পরা অবস্থায় পেয়েছি। অভিযানের কারণে বা সচেতনতার কারণে মানুষ মাস্ক পরছে এটা হতে পারে। উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলছে। মাস্ক পরার হার বেড়েছে।

    এর আগে ১জুলাই ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছিল।

    সিরাজগঞ্জ জেলাতে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে গত ২৪ ঘন্টার ব্যবধানে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাওয়ায় শঙ্কায় রয়েছে সিরাজগঞ্জবাসী।

    ২৭৩ টি নমুনা পরীক্ষা করে ১১৯ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। যা সিরাজগঞ্জ জেলায় সর্বোচ্চ। শনাক্তের হার ৪৩.৫৯ শতাংশ।

    উপজেলা ভেদে সদরে ৬৫, রায়গঞ্জে ১৩, বেলকুচিতে ০৪, চৌহালীতে০২, উল্লাপাড়াতে ১০, কামারখন্দে ১০, কাজিপুরে ১১, শাহজাদপুরে ০৩ ও তাড়াশে ০৪, চৌহালিতে ০২ জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে।

    জেলা সিভিল সার্জন বলছে, সিরাজগঞ্জবাসী সচেতন না হলে এবং লকডাউন কঠোরভাবে না মানলে শনাক্ত রোগীর সংখ্যা আরো বাড়বে।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img