যশোর প্রতিনিধি:
ব্রাজিলে ফুটবল প্রশিক্ষণের জন্য যশোর জেলার একজনসহ বাংলাদেশ থেকে যাচ্ছে ১১ কিশোর। মে মাসে ব্রাজিলের সোসিয়েদাদ স্পোর্তিভো দ্য গামা ক্লাবের সঙ্গে অনুশীলন করবে তারা।
২০১৮ বিশ্বকাপের সময় বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের জনপ্রিয়তা দেখে মুগ্ধ হন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা জুনিয়র। সে সময় তিনি প্রতিশ্রুতি দেন বাংলাদেশের ফুটবলারদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দেবেন।
তাবাজারা ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রচেষ্টায় ২০১৯ সালে ৪ কিশোর ব্রাজিলে অনুশীলন করে আসে। এবারে যাচ্ছে ১১ জন।
তারা হলো: নয়ন হোসেন (যশোর), মেহেদি হাসান (কুমিল্লা), রনি মিয়া (হবিগঞ্জ), ইয়াসিন আরাফাত (খুলনা), আবির হাসান (রাজশাহী), অনিক দেববর্মা (হবিগঞ্জ), পাভেল বাবু (গাইবান্ধা), শঙ্কর বাকতি (হবিগঞ্জ), লিয়ন প্রধান (রংপুর), সাব্বির হোসেন (খুলনা), ইমন হোসেন (নাটোর)।
অতিরিক্ত ৪ খেলোয়াড় জিসান শেখ (রাজশাহী), মোস্তাকিম আলী (কুড়িগ্রাম), রিপন হোসেন (খুলনা), নিবাস কুজুর (রাজশাহী)।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট থেকে ৪০ জন খেলোয়াড় বাছাই করা হয়। এরপর তাদের নিয়ে বিকেএসপিতে হয়েছে দুই মাসের ক্যাম্প। সেই ক্যাম্পের সেরা ১১ জন খেলোয়াড়ের মিলেছে ব্রাজিলে যাওয়ার সুযোগ।