শরণখোলা উপজেলা প্রতিনিধি
পূর্ব সুন্দরবনে হরিণের মাংসসহ দুই শিকারিকে আটক করেছে বনরক্ষীরা । বৃহস্পতিবার সকালে শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া টহল ফাঁড়ি সংলগ্ন বলেশ্বর নদ থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটক শিকারিরা হলেন হানিফ মিস্ত্রি (৪৮) এবং তার ছেলে মাসুম মিস্ত্রি (২৮)। এদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেতাচিরা গ্রামে।
শিকারিদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার, ১২কেজি হরিণের মাংস, হরিণের চারটি পা, ২‘শ হাত দড়ির ফাঁদ, একটি নৌকা, ৫০ ফুট ছান্দি জাল, একটি দা, একটি চাপাতি, একটি কুড়ালসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বনরক্ষীরা।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনরক্ষী (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, হরিণের মাংস পাচারের গোপন সংবাদ পেয়ে বগী স্টেশন কর্মকর্তা মো. সাদিক মাহামুদ ও ডুমুরিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বনরক্ষীদের তিনটি দল ভোররাত থেকে বলেশ্বর নদীতে অবস্থায় করেন।
সকাল ৬টার দিকে একটি ইঞ্জিনচালিত ট্রলার সুন্দরবন থেকে বের হলে ট্রলারটি থামিয়ে তল্লাশি করেন তারা। ওই ট্রলার থেকে হরিণের মাংস, শিকারের সরঞ্জাম, বিভিন্ন মালামাল উদ্ধার ও শিকারি দলের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় বনের মধ্যে একটি ডিঙি নৌকা থাকায় আরো ৪-৫জন শিকারি পালিয়ে যায় বলে জানান তারা।
এসিএফ জয়নাল আবেদীন জানান, আটক দুই শিকারি, জব্দকৃত ট্রলার, মাংস ও সরঞ্জামাদি বিকেল তিনটার দিকে শরণখোলা রেঞ্জ অফিসে আনা হয়। পরে আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া হরিণের মাংস রেঞ্জ অফিস চত্বরে মাটিচাপা দেওয়া হয়েছে।