More

    বীজ ও সার পাচ্ছেন যশোরের সাড়ে ১৩ হাজার কৃষক

    যশোর প্রতিনিধি:

    যশোর জেলার ৮টি উপজেলায় আউশ ধান চাষে প্রণোদনা হিসেবে বীজ ও সার পাচ্ছেন সাড়ে ১৩ হাজার কৃষক। প্রণোদনা হিসেবে তাদের দেওয়া হচ্ছে ১ কোটি ৫ লাখ ৪৬ হাজার ৮শ’ টাকার বীজ ও সার।

    জানা গেছে, এরই মধ্যে এই প্রণোদনা বিতরণ শুরু হয়েছে। প্রত্যেক কৃষককে দেওয়া হচ্ছে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, আউশ মৌসুমকে সামনে রেখে কৃষি বিভাগ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের প্রণোদনা দেওয়া শুরু করেছে। জেলার সদর উপজেলায় ১ হাজার ৮শ’ ২০ জন কৃষককে, শার্শা উপজেলায় ১ হাজার ৯শ’ জন কৃষককে, ঝিকরগাছা উপজেলায় ১ হাজার ৭শ’ ৮০ জন কৃষককে, চৌগাছা উপজেলায় ১ হাজার ৭শ’ জন কৃষককে, অভয়নগর উপজেলায় ১ হাজার ২শ’ জন কৃষককে, বাঘারপাড়া উপজেলায় ১ হাজার ৩শ’ জন কৃষককে, মণিরামপুর উপজেলায় ২ হাজার ৬শ’ জন কৃষককে এবং কেশবপুর উপজেলায় ১ হাজার ২শ’ জন কৃষককে এ প্রণোদনা দেওয়া হচ্ছে।

    সদর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন জানান, প্রণোদনা পেয়ে কৃষক আউশ আবাদে আগ্রহী হবেন। যারা নিয়মিত আউশের আবাদ করেন তাদেরকেই প্রণোদনার বীজ ও সার দেওয়া হয়েছে। প্রণোদনা হিসেবে ব্রি-ধান-৪৮ জাতের বীজ দেওয়া হয়েছে। প্রণোদনা হিসেবে দেওয়া ৫ কেজি বীজ এক বিঘা জমিতে রোপণ করা যাবে।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img