More

    যশোরে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৩০

    যশোর প্রতিনিধি:

    যশোরের বাঘারপাড়ায় বাস উল্টে নারী শিশুসহ ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৪ জন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। বুধবার (২ মার্চ) সকাল ৭টার দিকে যশোর-মাগুরা সড়কের গাবতলা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

    আহতরা হলেন- ঢাকা মিরপুর এলাকার জুয়েল হোসেন (৩৬), একই এলাকার রাশেদ আলী (৩৬), জায়মা বেগম (৫৫), তার মা রহিমা বেগম, খুলনা ডুমুরিয়া এলাকার আল আমিন (২৮) , সাতক্ষীরা জেলার শ্যামনগর সাতক্ষীরা রেজাউল ইসলাম (৫৫), মাইন (১৪ মাস), যশোর কেশবপুরে সিয়াজিম হোসেন((২২) আব্দুল গফ্ফার (৪০) ইমদাদুল ইসলাম (২২), হামিদ আলী (৪৩), রবিউল ইসলাম (৪২), জুয়েল মৃধা (২৭), ঢাকা রাজারবাগ এলাকার রুপা সুলতানা, ককি (৯) ও জাহাঙ্গীর আলম।

    বাসের যাত্রী ঢাকা মিরপুর ১০ এলাকার বাসিন্ধা আলাউদ্দিনের ছেলে জুয়েল হোসেন স্বাধীন আলোকে জানান, রাতে ঢাকা থেকে মামুন পরিবহনের একটি বাসে করে সাতক্ষীরা যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে মাগুরার আড়পাড়া ব্রিজ পার হয়ে মাইল খানিক পর গাবতলা নাম স্থানে বাসটি পৌছায়। এসময় বিপরীতমুখী যশোর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে পড়ে। ফলে বাসের যাত্রীদের মধ্যে ৩০ জনের মতো আহত হয়। আহতদের অনেককে যশোর জেনারেল হাসপাতালে ও বাকীদের বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

    যশোর জেনারেল হাসপাতালের জররি বিভাগের ডাক্তার আহম্মেদ তাকে শামস বলেন, সকালে সড়ক দূর্ঘটনায় ১৪ জনকে হাসপাতালে ভর্তি করেছি। তার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img