যশোর ব্যুরো:
যশোরে শাটডাউনের প্রথমদিনে ৩০ জনকে ভ্রাম্যমাণ আদালত ২৭,৫০০ টাকা জরিমানা করেছে। যশোর জেলার বিভিন্ন স্থানে ম্যাজিস্ট্রেট’রা অভিযান চালিয়ে এ জরিমানা করেছে।
যশোর শহরের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মাদ মনিরুজ্জামান ও তানজিলা আখতারের ভ্রাম্যমান আদালত ফয়সাল, শাহাজান, ঝর্ণা, কেরামত, আলমগীর, মনির, বসির, ইসমাইল, কাইয়ুম, রঞ্জন, বশির, রওশন, বাসুদেব মোতালেব’কে জরিমানা করে বিনা কারণে বাইরে চলফেরা করার দায়ে।
মনিরামপুরে নির্বাহী ম্যাজিস্টেট আতিকুর রহমানের ভ্রাম্যমান আদালত আব্দুল আলীমকে জরিমানা করেছে।
এছাড়াও শার্শার নির্বাহী ম্যাজিস্টেট নাভারণ বাজারে সুজন’কে, ঝিকরগাছার নির্বাহী ম্যাজিস্টেট ঝিকরগাছা বাজারে লিটন’কে, কেশবপুরে নির্বাহী ম্যাজিস্টেট গণেশ, সাইফুল, জাহানারা খাতুন, হেকমত আলী, জাকির হোসেন, রাজকুমার, বাচ্চু, উত্তম কুমার, মুন্না, মোহন মিত্র, তারাপদ, বিশ্বনাথ, এনামুল’কে উপজেলার বিভিন্ন স্থানে বিনা কারণে বাইরে চলফেরা করার দায়ে জরিমানা করেছে।