লক্ষ্মীপুর প্রতিনিধি:
স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর থেকেই, বাল্য বিবাহের স্বিকার জান্নাত (২২) জীবনযুদ্ধে থেমে না গিয়ে পেটের দায়ে লক্ষ্মীপুর জেলা শহরের একটি ল্যাবে দীর্ঘ ২ বছরের মত চাকুরি করে তার সংসার চালিয়ে যাচ্ছে, ৪ বছরের একটি ফুটফুটে ছেলে সন্তান তার রয়েছে। সংগ্রামী জান্নাত একজন স্বেচ্ছাসেবী ও নিয়মিত রক্তদাতা বলে জানিয়েছে লক্ষ্মীপুর জেলা সম্মেলিত স্বেচ্ছাসেবী পরিবার এর যুগ্ম আহ্বায়ক ও এলএফসি নামক সামাজিক সংগঠনের প্রতিষ্ঠিতা মোহাম্মদ শাহীন আলম ।।
চাকুরির সুবাদে প্রতিদিন সকাল ৮টায় প্রায় ৮/৯ কিঃমি পাড়ি দিয়ে শহরে আসতে হয় তাঁকে আবার ফিরে যায় রাত ৮টায়।।
গত ২২/৩/২২ইং তারিখ রাত আনুমানিক ৮টা পরবর্তী সময়ে জান্নাত তার কর্মস্থল থেকে নিজ বাড়ী লক্ষ্মীপুর সদরের ৪নং ইউনিয়নের ৬নং ওয়ার্ড কাঞ্চনি বাজার লক্ষ্মীপুর উত্তর তেহমুনি সিএনজি স্টান হতে একটি সিএনজিতে উঠে, আগে থেকে যাত্রী ভেসে ওঁৎ পেতে থাকা একদল হায়না সিএনজিতে ছিলো ডাইভার সহ মোট ৪জন।
সিএনজিটি কিছু দূর যাওয়ার পরপরই বখাটে ছেলেগুলো নানাভাবে হেনস্তা করার চেষ্টা চালায়! এবং তাঁকে ধর্ষনচেষ্টা করে, জান্নাত একটা পর্যায়ে ক্ষেপে গিয়ে চিৎকার করে সিএনজি থেকে নেমে যায় লক্ষ্মীপুর নতুন মহিলা কলেজের সামনে। সিএনজিওয়ালাকে দাড়াতে বল্লে সে গাড়ি দাড় না করিয়ে জান্নাতকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং গাড়ি টেনে চলে যায়।।
ঘটনাস্থল থেকেই সে তার ছোট ভাই (মিরাজ হোসেন) কে ফোন দিলে তার ভাই এবংনতার এক বন্ধু এসে তাঁকে নিয়ে উক্ত সিএনজিটিকে খুঁজতে শেষ গন্তব্য কাঞ্চনি বাজার পর্যন্ত গেলে সিএনজি ও মূল আসামীদের হদিস পায়, এবং সেখানে বাকবিতন্ডা হয় একপর্যায়ে ধর্ষকদের পক্ষ নিয়ে ঐ এলাকায় অবস্থানরত গ্রামপুলিশ দুলাল চৌকিদার সহ বখাটেগণ বোনটিকে দ্বীতিয় দফায় হেনস্তা ও তার ভাইকে মারধর করে দুলাল ঐ বখাটেদের পূর্বপরিচিত, দুলাল চৌকিদার মেয়েটিকে জোরজবস্তি মূলক নির্যাতনের চেষ্টা চালায়, একপর্যায়ে সফল নাহয়ে রাস্তার পাশে বালুর টালের উপর ফেলে এলোপাতাড়ি মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালাতে থাকে।।
এর আগে বোনটি লক্ষ্মীপুর সদর মডেল থানায় যোগাযোগ করে ঘটনাটি জানালে এএসআই শহিদুল ইসলাম তার টিম নিয়ে সেদিকে রওনা হয়।। ঘটনাস্থলে পৌছে মূল আসামীদের গ্রেপ্তার করে, চৌকিদারকে তাৎক্ষণিক এরেস্ট না করলে পরদিন ২৩/৩/২২ইং তাঁকেও আইনের আওয়াতায় আনে পুলিশ।।
রাতে থানায় এবং পরদিন ২৪ তারিখ চৌকিদার দুলাল সহ বাকি ৩ আসামীকে আদালতে সোর্পদ করে।।
এবিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন জানান আসামীদের অভিযান চালিয়ে গ্রেফতার করে ভিকটিমের মায়ের করা ধর্ষনচেষ্টা মামলায় আসামীদের আদালত প্রেরণ করা হয়েছে।