নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাশন।আগামী মঙ্গলবার ১৫ জুন থেকে এ লকডাউন কার্যকর করা হবে।
রবিবার (১৩ জুন) রাত ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।সেখানে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে জরুরি পরিসেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া খাবার ও ওষুধের দোকান ছাড়া সকল প্রকার দোকান ও শপিংমল বন্ধ থাকবে।
শুধু কাঁচাবাজার ও মুদি দোকান সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং ওষুধের দোকান খোলা থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচল করবে।
জেলার সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ জানান, জেলায় রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ছয়জন মারা গেছেন। তারা সবাই করোনায় আক্রান্ত ছিলেন।
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৭১ জন, শুধু সদরে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭৬ জন। সদর উপজেলায় সংক্রমণের হার ৫৭ দশমিক ০৩ শতাংশ। এ ছাড়াও জেলার ১৩টি উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৩ জন, যার মধ্যে সদর উপজেলারই ৭০ জন, এর হার ৪৮ দশমিক ৯৫ শতাংশ।