যশোর ব্যুরো:
যশোরের চৌগাছা উপজেলায় ৭ দিনের লকডাউন ও কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ১৮ জুন হতে ২৪ জুন পর্যন্ত এই আদেশ কার্যকর হবে।
কোভিড-১৯ মহামারী পরিস্থিতির অবনতির কারণে বৃহস্পতিবার (১৭ জুন) এক জরুরি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক লকডাউনের নির্দেশনা দেন।
বৈঠকে উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।