নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন। বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে ১২ এপ্রিল এর চেয়ে বেশি শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন ৭ হাজার ২০১ জন রোগী শনাক্ত হয়েছিল।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ২৩০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৪ হাজার ৭৮৩ জন।
২৪ ঘণ্টায় দেশের ৫৫৪ ল্যাবে ৩০ হাজার ৩৯১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ১৯ দশমিক ৯৩ শতাংশ। মধ্যে শনাক্তের হার ১৩দশমিক ৫৬ শতাংশ।
বিভাগ অনুযায়ী সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এরপরই রয়েছে রাজশাহী বিভাগ ২০ জন, ঢাকা ১৩, চট্টগ্রামে ৭, বরিশাল ৩, সিলেট বিভাগে ৫, রংপুর বিভাগে ৭; ময়মনসিংহ বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।