নিজস্ব প্রতিবেদকঃ
পদ্মা সেতুর পাশে নির্মাণাধীন বিদ্যুৎ টাওয়ারের কাছ থেকে মঙ্গলবার রাত আটটার দিকে ‘ঝাও’ নামের এক চীনা প্রকৌশলীকে পাওয়া যাচ্ছে না। সহকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা, তিনি কোনোভাবে পদ্মায় পড়ে তলিয়ে গেছেন।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির প্রভাতি সংবাদকে জানান, টাওয়ারের বিশাল জায়গায় শেট তৈরি করেই কর্মীরা থাকতেন। এখান থেকেই কাজে অংশ নিতেন। জরুরি প্রয়োজনে বোটে করে তীরে আসতেন। কাজ করার সময় ঝাও নিখোঁজ হন।
নদীতে পড়ে গিয়েছে ধারণা করে নৌ পুলিশকে খবর দেয়া হয়। রাতভর পদ্মায় তাকে খুঁজেছে নৌ পুলিশ। বুধবার সকালে খবর দেয়া হয়েছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকে।
‘সারা রাত চেষ্টা করেও তাকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। নৌ পুলিশ, পুলিশ ও কোস্টগার্ডের রেসকিউ টিম উদ্ধারের জন্য নদীতে রয়েছে।’