More

    চট্টগ্রাম আবাহনীর কাছে পাত্তাই পেল না আবাহনী

    প্রভাতি সংবাদ:

    চট্টগ্রাম আবাহনীর ‘টিকি-তাকা’ ফুটবলের কাছে পাত্তাই পেল না ঢাকা আবাহনীর। ট্রেবলের নেশায় লিগে দুরন্ত আবাহনীকে হার উপহার দিল সমুদ্রবন্দরীর দলটি।

    মঙ্গলবার (১ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে দুই আবাহনীর লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে চট্টগ্রাম আবাহনী।

    ঘরের মাঠে মারুফুল হকের বাহিনীর কাছে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরেছে মারিও লেমসের বাহিনী।

    এ ম্যাচের মধ্য দিয়ে লিগে প্রথম হারের স্বাদ পেল দলটি। আর তিন জয় ও তিন ড্রয়ে অপরাজিত থাকল সমুদ্রবন্দরের দল।

    ম্যাচের শুরুতে অবশ্য লিড নেয় আবাহনী। ১৬ মিনিটের মাথায় শায়েদের পাস থেকে গোল করেন ড্যানিয়েল কলিনদ্রেস।

    সমতা আনতেও খুব একটা সময় নেয়নি চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ২০ মিনিটের মাথায় ওমিদ পেপালজের পাস থেকে জালে বল জড়িয়ে গোল পরিশোধ করেন পিটার থ্যাংকগড।

    এবার ঢাকা আবাহনীকে ভরকে দিয়ে লিড নেয় চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ৩৭ মিনিটের মাথায় ওমিদের আরেকটি অ্যাসিস্ট থেকে গোল করেন সাউথ আফ্রিকার ফুটবলার উইলিয়াম তোয়ালা।

    ম্যাচের ৬৪তম মিনিটে এবার সোহেল রানার পাস থেকে ওমিদ পোপালজের গোলে ব্যবধান বাড়ায় চট্টগ্রাম আবাহনী।

    দুই গোলে পিছিয়ে থেকে ওঠে-পড়ে লাগে ঢাকা আবাহনী। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে ম্যাচে রোমাঞ্চ ছড়ায় তারা। জুয়েলের ক্রস থেকে বাই সাইকেল কিকে গোল করেন রাফায়েল আগুস্তো।

    যদিও শেষ পর্যন্ত সমতায় ফেরা হয়নি তাদের। মারুফুল হকের দলের কাছে লিগে এবার প্রথম হারের স্বাদ পেল মারিও লেমসের দল।

    এ জয়ে সাইফকে টপকে পয়েন্ট টেবিলের চারে উঠল চট্টগ্রাম আবাহনী। তাদের অর্জন ১২ পয়েন্ট। আর ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল ঢাকা আবাহনী।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img