More

    চৌগাছায় একাধিক মামলার আসামীর বিরুদ্ধে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

    যশোর ব্যুরো :

    যশোরের চৌগাছায় শামীম কবির (৪৫) নামে এক যুবকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় সংখ্যালঘু এক নারীকে ধর্ষণচেষ্টা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।

    ভুক্তভোগী পরিবার জানায়, বুধবার (২৬ মে) গভীর রাতে উপজেলার গরীবপুরের কালীতলায় সংখ্যালঘু সম্প্রদায়ের নাপিত সুনীলের স্ত্রীকে মদ্যপ অবস্থায় অভিযুক্ত শামীম কবির ওরফে কিলার শামীম তার সহযোগী টুটুল, ইয়াছিন আক্তারুল, সহ দলবল নিয়ে কুপ্রস্তাব দেয় ।

    আরও পড়ুন: নেতানিয়াহুর পতনের পরে ইসরাইলের ক্ষমতার অংশীদার হতে যাচ্ছে মুসলিম’রা

    ঐ নারী রাজি না হওয়াতে শামীম কবির তার স্বামী সুনিলকে হত্যার হুমকি দেয় । একপর্যায়ে শামীম কবির তার সঙ্গে থাকা অবৈধ পিস্তল বের করে সুনীলকে গুলি করতে গেলে তার সহোযোগী আক্তারুল শামীমের হাত মুঠো করে ধরে বাধা দেয়ার চেষ্টা করলে উপরের দিকে তিন রাউন্ড গুলি ছোড়ে।

    আরও পড়ুন: বিলে নিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা

    জানা যায়, অভিযুক্ত শামীম কবির যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টু হত্যাকাণ্ডের প্রধান আসামী।

    আরও পড়ুন: ভিডিওকলে প্রেমিকার সামনে আত্মহত্যা

    শামীম কবিরের বিরুদ্ধে চাঞ্চল্যকর জিল্লুর রহমান মিন্টু হত্যাকাণ্ড ছাড়াও মকবুল হত্যাকাণ্ড, শহিদুল হত্যাকাণ্ড, শিশু সৌরভ হত্যা সহ ১৩ টি মামলা রয়েছে।

    আরও পড়ুন:  ঝিকরগাছায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী

    এদিকে অভিযুক্ত শামীম কবিরকে রক্ষা ও সংখ্যালঘু নারীকে ধর্ষণচেষ্টার ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে চৌগাছা উপজেলার প্রভাবশালীরা একাধিক গোপন বৈঠক করেছে বলে অভিযোগ উঠেছে। চৌগাছা এক প্রভাবশালীরা পুত্রের সাথে শামীম কবিরের গভীর সখ্যতার কথা বলছে ভূক্তভোগী পরিবার।

    আরও পড়ুন: বিয়ের ছয় দিনের মাথায় সড়কে প্রাণ হারালো নববধূ

    ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে উপজেলার চাঁদপুরের খালিদ হোসেনের পুত্র মোঃ সবুজকে দিয়ে চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক জনপ্রিয় ছাত্রনেতা ও চৌগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শামীম রেজার নামে থানায় গোলাগুলির ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে বলে দাবী করেছেন সাবেক ছাত্রনেতা শামীম রেজা।

    সাবেক ছাত্রনেতা শামীম রেজা বলেন, ‘শুধুমাত্র নাম জটিলতার কারণে এক শামীমের অভিযোগ আমার নামে বারবার দেওয়া হয়েছে। অনেকটা উদোর পিন্ডি বুদোর ঘাড়ের মতো অবস্থা। শুধু অভিযোগ নয়, এর আগে আমাকে ট্রাক চাপা দিয়ে হত্যাচেষ্টা সহ বহুবার হত্যা চেষ্টা করা হয়েছে।’

    আরও পড়ুন: যশোরে করোনা সংক্রমণ রোধে দুই ওয়ার্ডে সীমিত লকডাউন

    তিনি আরো বলেন, ‘দলীয় প্রতিপক্ষের অপরাজনীতির কারণে এর আগেও বিভিন্নভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, এখনো আনা হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। চৌগাছায় আমি সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে চাই, কিন্তু তারা তা হতে দিতে চাই না। তরুণদের প্রতিনিধিত্ব তারা মানতে চাই না।’

    এব্যাপারে চৌগাছা থানার ডিউটি অফিসার এস.আই মিজানুর রহমান মিজান বলেন, ‘ঘটনা সম্পর্কে আমি অবগত নই। আমার ডিউটির সময় মাত্রই শুরু হলো। তবে আমাদের পুলিশ বাহিনী তৎপর আছে, অভিযোগ পেয়ে থাকলে তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

    ছাত্রনেতা শামীম রেজার নামে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি আরো বলেন, ‘আমি ডিউটিতে থাকাকালীন শামীম রেজার নামে কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাই নি।’

    এঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকাবাসী উক্ত সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত সহ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীর বিচার দাবী করেছে।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img