লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার কালিগঞ্জে আলোচিত প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলার প্রধান আসামী রহিম বাদশা (৩০) কে সাভার থেকে আটক করেছে র্যাব-১৩ রংপুর।
শুক্রবার ০৫ মার্চ র্যাব-১৩ রংপুর ব্যাটালিয়নের সিনিয়র পরিচালক (মিডিয়া) লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ০৩ রা মার্চ র্যাব-১৩ অভিযান চালিয়ে ঢাকা সাভার থেকে ধর্ষন মামলার মুল আসামী কে গ্রেফতার করে।
ঘটনার সুত্রে জানাযায় আসামী রহিম বাদশা প্রায়শই প্রতিবন্ধী কিশোরীকে কুপ্রস্তাব দিত, এতে ঐ কিশোরী রাজি না হওয়ায় ধর্ষক রহিম কিশোরীর ক্ষতি করার জন্য ওৎ পেতে থাকে। গত ২১শে ফেব্রুয়ারি প্রতিবন্ধী কিশোরীটি বাড়ীতে একা থাকায় সুযোগ বুঝে ধর্ষক রহিম বাদশা কিশোরীটিকে ধর্ষন করে। পাশের জমিতে কাজ করাকালীন তার বাবা মা কিশোরীর চিৎকারে বাড়ীতে ছুটে আসে। তাদের দেখে ধর্ষক রহিম বাদশা দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি স্থানীয় ভাবে মিটিয়ে ফেলতে একটি দালাল চক্র প্রতিবন্ধীর বাবা মাকে চাপ প্রয়োগ করে, সংবাদ পত্রে বিষয়টি প্রকাশিত হলে দালাল চক্র গাঁ ঢাকা দেয়।
প্রতিবন্ধী কিশোরীর বাবা গত ২৮ ফেব্রুয়ারী কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন, এর প্রেক্ষিতে র্যাব -১৩ একটি ছায়া তদন্ত করে ঘটনার সত্যতা পায়।
র্যাব প্রযুক্তির সহযোগীতায় ধর্ষক রহিম বাদশার অবস্থান নিশ্চিত করে ৩রা মার্চ ঢাকার অদূরে সাভার থেকে তাকে গ্রেফতার করে।
প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলার আসামী ধর্ষক রহিম বাদশা ঘটনার কথা স্বীকার করেছে বলে র্যাব নিশ্চিত করেছে। আসামী রহিম বাদশা কে কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল (ওসি) ঘটনার কথা স্বীকার করে বলেন, র্যাব-১৩ অভিযান চালিয়ে আসামী রহিম বাদশা কে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে, আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করে আদালতে প্রেরন করার প্রস্তুতি চলছে।