More

    ঐশ্বরিয়া বললেন টিনা চরিত্রে অভিনয় করলে শেষে নিজে অপমানিত হতাম

    বিনোদন ডেস্ক:

    পরিচালক করণ জোহর কুচ কুচ হোতা হ্যায় ছবিতে ‘টিনা’ চরিত্রে ছবিতে রানি মুখার্জি জায়গায় ঐশ্বরিয়া রাইকে প্রস্তাব দিয়েছিলেন । কিন্তু ঐশ্বরিয়া রাই সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন করণ জোহরকে ।

    এমনটা কেন করেছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই? তার ভাষ্যমতে, কুচ কুচ হোতা হ্যায় ছবিতে কাজ করলে তিনি অপমানিত হতেন।

    হিন্দুস্তান টাইমস জানিয়েছে, করণ জোহর পরিচালিত ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবি ১৯৯৮ সালে মুক্তি পায়। বক্স অফিসে তুমুল হীট হয় এই সিনেমা।

    এ ছবির পরিচালক ও অভিনেত্রী করণ জোহর ও রানি মুখার্জির কেরিয়ারকেও এক ধাক্কায় বহুগুণ এগিয়ে যায়। এ ছবির মুখ্য অভিনেতা-অভিনেত্রী হিসাবে শাহরুখ ও কাজলকেও এনে দিয়েছিল নানা পুরস্কার।

    রানি মুখার্জির অভিনয় করা ‘টিনা’ চরিত্রটির জন্য পরিচালক করন জোহর একাধিক জনপ্রিয় নায়িকাকে প্রস্তাব দিয়েছিলেন । ঐশ্বরিয়াও ছিলেন সেই তালিকায়।

    তবে করনের সেই প্রস্তাবে রাজি হননি ঐশ্বরিয়া। তিনি ভেবেছিলেন যদি এ ছবিতে কাজ করতে রাজি হন, তাহলে হয়তো তাকে নির্মমভাবে অপমানিত হতে হবে!

    ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছিলেন, তখন তিনি ছবির দুনিয়ায় ‘নিউকামার’ হলেও ততদিনে তার সঙ্গে তুলনা হয়ে গেছে তৎকালীন বড় বড়, নামকরা নায়িকাদের সঙ্গে। ওই পরিস্থিতিতে ‘টিনা’ চরিত্রে অভিনয় করলে সবাই বলাবলি করতো যে, মডেলিং দুনিয়ায় যা করেছে, এবার অভিনয়ের জগতে এসেও সেই একই কাজ ফের শুরু করেছে মেয়েটা।

    ‘মানে বলতে চাইছি, ওই ছবিতে গ্ল্যামারাস অবতার, স্ট্রেট হেয়ার, মিনি স্কার্টস এসব নিয়েই আর কী…’

    ঐশ্বরিয়াও আরও জানিয়েছিলেন, ‘কুছ কুছ হোতা হ্যায়’-তে ছবির নায়ক তো শেষপর্যন্ত মূল নায়িকার কাছে ফিরে গিয়েছিল। ফলে সব মিলিয়ে ওই ছবি যদি আমি করতাম তবে একরাশ সমালোচনা ও অপমানের মুখে পড়তে হতো আমাকে!

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img