নিজস্ব প্রতিবেদকঃ
সোমালিয়ার গ্যালমুডাগ প্রদেশে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের জোড়া গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ৩০জন। এ হামলার দায় ইতোমধ্যেই দেশটির জঙ্গিগোষ্ঠী আল শাবাব স্বীকার করে নিয়েছে।
সোমালিয়ার মধ্যাঞ্চলের গ্যালমুডাগ প্রদেশের উইসিল শহরে একটি সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা ব্যবহার করে হামলা চালিয়েছে জঙ্গিরা। পরে এই জঙ্গিগোষ্ঠীর সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর এক ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ হয়।
গাড়ি বোমা হামলায় সেনাবাহিনীর যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার বাসিন্দারা অস্ত্রেশস্ত্রে সুসজ্জিত ছিলেন এবং তারা ঘাঁটিতে ফিরে আল-শাবাবের জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছেন।সোমালিয়ার সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে এক দশকের বেশি সময় ধরে দেশটিতে লড়াই করছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারি আল-শাবাব। সোমালিয়ায় ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এই জঙ্গিগোষ্ঠী।
সোমালিয়ার সরকারি সংবাদ সংস্থা সোননায় প্রকাশিত সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, সোমালিয়া সরকার আল-শাবাবের এই হামলার নিন্দা জানায়। সশস্ত্র স্থানীয় বাসিন্দা এবং সেনাবাহিনীর প্রতিরোধের মুখে আল-শাবাবের ৪১ যোদ্ধা মারা গেছে। আহতদের উদ্ধারের পর বিমানে করে রাজধানী মোগাদিসুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।