More

    অ্যালান ডোনাল্ড টাইগারদের নতুন বোলিং কোচ

    প্রভাতি সংবাদ:

    অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ টাইগারদের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড। আজ শুক্রবার তার সঙ্গে চুক্তির বিষয়টি সামনে আসে।

    ওটিস গিবসন চলে যাওয়ার পর থেকে বোলিং কোচের পদটা ফাঁকা পড়ে ছিল বাংলাদেশের। সেই জায়গাটা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার ডোনাল্ডকে দিয়ে পূরণ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

    বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘ডোনাল্ডকে আমরা নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে সে আমাদের সঙ্গে কাজ করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে আমাদের চুক্তি।’

    গত নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন চাকরি ছাড়ার পর সে চেয়ার দীর্ঘদিন খালি ছিল। এরপর পেস বোলিং কোচ খুঁজতে থাকে বিসিবি। ওটিসের শূন্যস্থান পূরণে সংক্ষিপ্ত তালিকায় ছিল অনেকের নাম। যার মধ্যে সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট আর শ্রীলঙ্কার চামিন্দা ভাসই এগিয়ে ছিলেন।

    পরে পাকিস্তানের আব্দুল রাজ্জাক, ভারতের ভেঙ্কটেশ প্রসাদের সঙ্গে অস্ট্রেলিয়ান ড্যামিয়েন রাইটের নামও শোনা যায়। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে বিসিবি সঙ্গে চুক্তি সেরেছেন ডোনাল্ড।

    ওটিস চাকরি ছাড়ার পর পাকিস্তান সিরিজ আর চলমান আফগানিস্তান সিরিজে পেস বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন খালেদ মাহমুদ সুজন। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে এই দায়িত্ব নেওয়ার কথা ছিল বিসিবির হাই পারফরম্যান্স কোচ চম্পকা রামানায়েকের। শেষ পর্যন্ত চম্পকা যাবেন কিনা সেটি অবশ্য নিশ্চিত নয়। তবে এই সফর দিয়েই নতুন পেস বোলিং কোচকে পাচ্ছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা। আপাতত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্ব পালন করবেন প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড।

    দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২ টেস্ট খেলেছেন ডোনাল্ড। যেখানে ২২.২৫ গড়ে ৩৩০ উইকেট নিয়েছিলেন ‘সাদা বিদ্যুৎ’-খ্যাত এই ফাস্ট বোলার। দক্ষিণ আফ্রিকা দলেও বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দলের সঙ্গে খন্ডকালীন দায়িত্ব পালন করেছেন। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আইপিএলেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img