নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে । এর আগে ২৯ জুন সর্বোচ্চ ২৫ জন মারা যান হাসপাতালটির করোনা ইউনিটে।
রামেকের পরিছালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী প্রভাতি সংবাদকে জানান, মৃত ব্যক্তিদের মধ্যে ১৪ জনের বাড়ি রাজশাহী, ১ জনের চাঁপাইনবাবগঞ্জ, ১ জনের নাটোর, ৫ জনের নওগাঁ ও বাকি ১ জনের ঝিনাইদহ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যে ২২ জন মারা গেছেন এদের মধ্যে পাঁচজন করোনায়, ১৬ জন করোনার উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হলেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন।
রাজশাহী মেদিকেল হাসপাতালের করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি হলেও রোগী ভর্তি আছেন ৪৬২ জন।করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৫ জন। এছাড়াও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২১২ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৫৫ জনের নমুনায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। এই একদিনে হাসাপাতল ছেড়েছেন ৪৬ জন।
গত ১ জুন থেকে ৩০ জুন সকাল ৯টা পর্যন্ত রামেক হাসপতালের করোনা আইসোলেশন ইউনিটে মারা গেছেন ৩৫২ জন। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৭০ জনের। আর করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন ১৭৬ জন। এছাড়া করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন ছয়জন।