নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হাতিরঝিল থানার নাশকতার মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ চার জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (২ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন। অপর আসামিরা হলেন, শাহিন, দেলোয়ার ও রানা।
প্রসঙ্গত, ২০১৯ সালে হাতিরঝিল এলাকায় নাশকতার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় পরে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।