কেশবপুর প্রতিনিধি, যশোর
যশোরের কেশবপুরে ত্রিমোহনী ইউনিয়নে ত্রানের টাকা চাওয়ায় গ্রাম পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন চা দোকানি। এঘটনায় লাঞ্চিত চায়ের দোকানদার থানায় জিডি দায়ের করেছেন।
জানা যায়, ইউনিয়নের ৫নং ওয়ার্ড কামারপাড়ায় সরকারি ত্রাণের টাকা চাওয়ায় হতদরিদ্র চায়ের দোকানদার আরিজুল কে গলা ধাক্কা দেয় স্থানীয় গ্রামপুলিশ কামরুল ইসলাম।
লাঞ্চিত চা দোকানি আরিজুল ইসলাম বরণডালী গ্রামের মৃত গহর আলী গাজীর ছেলে।
তিনি বলেন ‘আমার এবং পাশ্ববর্তী চা দোকানদার মোসলেম উদ্দিনের কাছ থেকে ত্রাণ দেওয়ার কথা বলে ভোটার আইডি কার্ড নিয়ে যায় গ্রাম পুলিশ কামরুল ইসলাম। ত্রাণ বিতরণ শেষ হলেও আমরা টাকা না পেয়ে কামরুলের কাছে জানতে চাই আমাদের ত্রাণ কখন দেওয়া হবে।
একথা শুনে কামরুল উত্তেজিত হয়ে আমাকে গলা ধাক্কা দিয়ে মারতে যায় এবং অশ্রীল ভাষায় গালিগালাজ করতে থাকে।’
খবর পেয়ে স্থানীয় লোকজন এবং ভালুকঘর পুলিশ ফাঁড়ির টহলরত একদল পুলিশ এসে আরিজুল ইসলামকে উদ্ধার করে।
এ ঘটনায় ভুক্তভোগী চা দোকানি জীবনের নিরাপত্তা চেয়ে গ্রাম পুলিশের বিরুদ্ধে কেশবপুর থানায় জিডি দায়ের করেছেন। অভিযুক্ত কামরুল ইসলাম বরণডালী গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত কামরুল ইসলামের ব্যবহৃত মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরো পড়ুন লকডাউনে কঠোর অবস্থানে থেকেও ঠেকানো যাচ্ছেনা মানুষের অবাধ চলাচল
মাগুরায় জমি নিয়ে সংঘর্ষে ৫জন হাসপাতালে
ঝিকরগাছায় আ.লীগ নেতা ও অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফার ইন্তেকাল
কেশবপুর থানার ডিউটি অফিসার রবিউল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।