More

    অভিনেত্রী পরিমণিকে ধর্ষণ চেষ্টা: বাঁচতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি

    নিজস্ব প্রতিবেদক

    বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরিমণিকে একাধিক বার ধষর্ণের চেষ্টা হয়েছে এবং থানায় অভিযোগ জানিয়েও কোন সাহায্য পাচ্ছেন না, এ অভিযোগ করে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পোস্ট দিয়েছেন। পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্য চেয়েছেন যেন আইনী সহযোগিতা পান।

    তবে কে ধর্ষণ চেষ্টা করেছে তার নাম ফেসবুকে দেননি তিনি। তবে ফেসবুকে তিনি লিখেছেন, ‘এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার ? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজির আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাইনা মা। যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়!’

    আরও পড়ুন: দল থেকে বিতর্কিতদের বাদ দিতে নির্দেশ দিয়েছেন আ.লীগ সভাপতি শেখ হাসিনা

    তিনি লিখেছেন, ‘আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।’

    পরীমনি লিখেন, ‘আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেইপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

    পরিচিত বা চেনাজনদের যে পরিমনি এই ঘটনা বলেছেন, সেটিও তিনি লিখেছেন। তবে কারও সহযোগিতা পাননি বলে অনুযোগ করেছেন।

    পরীমনি লেখেন, ‘যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়!’

    পুলিশ প্রধান বেনজীর আহমেদকে উদ্দেশ করেও লিখেছেন পরীমনি।

    তিনি লেখেন, ‘এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইব? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজীর আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাই না।’

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে তিনি লেখেন, ‘আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা।

    ‘মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।‘

    আরও পড়ুন: হত্যার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধার কন্যা ও তার স্বামীকে কুপিয়ে আহত

    তিনি লেখেন, ‘আমি চুপ কী করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে!’-শেখ হাসিনাকে উদ্দেশ করে লেখেন তিনি।’

    পরীমনি আরও লেখেন, ‘আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সঙ্গে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়ত।’

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img