প্রভাতি সংবাদ ডেস্ক:
অবশেষে পাকিস্তান ক্রিকেটে এসো সেই কাঙ্খিত দিন। দীর্ঘ ২৪ বছর পর তাদের মাটিতে পা রেখেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানি মিডিয়ার খবর অনুযায়ী রবিবার সকালে একটি বিশেষ প্লেনে করে ইসলমাবাদে পৌঁছায় অজিরা। সেখান থেকে নিরাপত্তার কর্মীদের উপস্থিতিতে হোটেলে যায় সফরকারীরা।
হোটেল মাত্র একদিনের আইসোলেশনে থাকতে হবে অস্ট্রেলিয়া দলের সদস্য এবং টিম ম্যানেজমেন্টের সকল সদস্যকে। এরপরের দিন অর্থাৎ সোমবার থেকেই করতে পারবেন অনুশীলন।
২০০৯ সালে পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কার টিম বহনকারী বাসে হামলার পর বেশ খারাপ সময় কাটাচ্ছে পাকিস্তান দল। নিরাপত্তার কারণে টেস্ট খেলুড়ে দলগুলো খুব একটা সফর করেনি। দীর্ঘ ছয় বছর পর ২০১৫ সালে জিম্বাবুয়েকে স্বাগত জানায় পাকিস্তান। এর দুবছর পর পাকিস্তানে একটি ম্যাচ খেলে শ্রীলঙ্কা। এরও দুবছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যায় লঙ্কানরা।
এদিকে ১৯৯৮ সালে শেষবারের মতো পাকিস্তানে সফর করেছিলো অস্ট্রেলিয়া দল। সেবার পেশাওয়ার টেস্টে মার্ক টেলর অপরাজিত ৩৩৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন। টেস্ট সিরিজ সফরকারীরা জিতেছিল ১-০ তে এবং ওয়ানডে সিরিজ ৩-০ তে।
এবার তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। আগামী ৪ মার্চ শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ। ঘরের মাটিতে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারানোর মধুর স্মৃতি নিয়ে খেলতে নামবে অস্ট্রেলিয়া। ম্যাচ তিনটির ভেন্যু যথাক্রমে রাওয়ালপিন্ডি, করাচি ও লাহোর। ২৯ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ গড়াবে রাওয়ালপিন্ডিতে। একই ভেন্যুতে ৫ এপ্রিল হবে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি।