দুস্তদের মাঝে খাদ্য বিতরণকালে জেলা আওয়ামীলীগের ধর্ম বিষায়ক সম্পাদক খলিলুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ, পৌর আওয়ামীলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু উপস্থিত ছিলেন।
যশোর ব্যুরো:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে যশোর সদর ও পৌর আওয়ামীলীগ। সোমবার দুপুর দেড়’টায় যশোর শহরের বঙ্গবন্ধু ম্যুরালের নিকটাবর্তী গরিব শাহ মাজারে ৩০০ দুস্তদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
দুস্তদের মাঝে খাদ্য বিতরণকালে জেলা আওয়ামীলীগের ধর্ম বিষায়ক সম্পাদক খলিলুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ, পৌর আওয়ামীলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু উপস্থিত ছিলেন ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি শেখ আব্দুল মোতলেব তাবু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী হোসেন মুর্তাজা রিফাত, শহর আওয়ামীলীগের নেতা হালিমুল হক ফারহাদ ও লোকমান হোসেন।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু বলেন, ‘জাতির পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী ছাড়াও আজ ৩০০ দুস্তদের মাঝে খাবার বিতরণ করা হল। বঙ্গবন্ধু যেন জনগণের মাঝে সুপ্রতিষ্ঠিত থাকেন সে লক্ষ্যেই আমরা নানা কর্মসূচী বাস্তবায়ন করে যাবো’।