নিজস্ব প্রতিবেদকঃ
ভারতীয় ট্রাক চালকদের সঙ্গে কাজ করা লোড-আনলোড শ্রমিকরা জনসাধারণের মাঝে ছড়িয়ে পড়ার কারনে ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমণ আতঙ্কে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দর।
বাংলাবান্ধা স্থলবন্দরে বাণিজ্যের সঙ্গে জড়িত সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও পণ্য খালাসের সঙ্গে জড়িত শ্রমিক, চালকসহ কর্মজীবি মানুষজন।
বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা ট্রাক চালকদের মাধ্যমে করোনার নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণের ঝুঁকি রয়েছে।
তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মাসুদ হাসান প্রভাতি সংবাদকে বলেন, ‘এ সপ্তাহে চিকিৎসা নিতে আসা সাত রোগীকে সন্দেহবশত করোনা টেস্ট করালে তিন জন পজিটিভ হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কাশেম প্রভাতি সংবাদকে বলেন, ‘সীমান্ত ঘেঁষা তেঁতুলিয়া ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের চরম ঝুঁকিতে আছে। আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনকে আরও কঠোর প্রদক্ষেপ নিতে হবে।’
ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন আরও বলেন, দেশে গত কয়েকদিন আগে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন সীমান্ত উপজেলা তেঁতুলিয়ার মানুষজন, বিষেশ করে বন্দর সংশ্লিষ্ট স্থানীয়রা।