প্রভাতি সংবাদ :
আগের ও এই ম্যাচে ফজল হক ফারুকীর মধ্যে তফাৎটা কী? ভালো বল তিনি দুই ম্যাচেই করেছেন, সুইং ছিল; তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা তাকে খেলেছেন দেখেশুনে। তাতে বদলে গেছে বাংলাদেশের স্কোরকার্ডের চিত্রও। সাকিব-তামিমকে হারিয়েও খুব বেশি অস্বস্তিতে নেই বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২ উইকেট হারিয়ে ১০০ পার করেছে বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনে করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তবে সেই ফজলে হক ফারুকীর ইনসুইংয়েই পরাস্ত হয়েছেন তামিম।
ভেতরে ঢুকা বলে এলবিডব্লিউ আউট হওয়ার আগে ২৪ বলে ১২ রান করেছেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। পরে লিটনের সঙ্গে কিছুক্ষণের জন্য জুটি বাধেন সাকিব আল হাসান।
তাদের ৪৫ রানের জুটি ভাঙে সাকিব আল হাসান রশিদ খানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লে। ৩৬ বল খেলে ২০ রান করেন এই অলরাউন্ডার।
এখন ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ১২ বলে ৫ রান করে মুশফিক ও ৪৩ বলে ৩১ রান করে অপরাজিত আছেন মুশফিক।