প্রভাতী বার্তাকক্ষঃ
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আফ্রিকার ঋণগ্রস্ত দরিদ্র রাষ্ট্র সুদানকে ৬৫ কোটি টাকা সহায়তা দেয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আহ্বানে সাড়া দিয়ে এ অর্থ দিয়েছে বাংলাদেশ।
অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার এই অর্থ হস্তান্তর করা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সরকার ওআইসির সদস্য বন্ধুরাষ্ট্র সুদানকে ঋণমুক্তি সহায়তা হিসেবে ৫ দশমিক ৩২ মিলিয়ন এসডিআর (প্রায় ৬৫ কোটি টাকা) দিয়েছে।
বাংলাদেশ সরকারের এ অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।
গত বছরও আইএমএফের উদ্যোগের অংশ হিসেবে সোমালিয়ার দারিদ্র্যমুক্তির জন্য আট কোটি টাকার সহায়তা করেছিল বাংলাদেশ।