More

    বিসিবির তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা

    প্রভাতি সংবাদ:

    দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব আল হাসানের না যাওয়া নিয়ে জল ঘোলা কম হয়নি। অনেক দিন ধরেই টেস্ট খেলছেন না তিনি। নতুন কেন্দ্রীয় চুক্তিতে সাকিব থাকবেন কিনা সেটি নিয়েও সংশয় ছিল। সব সংশয় কাটিয়ে বৃহস্পতিবার ২১ জনকে নিয়ে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন চুক্তি অনুযায়ী সাকিব আল হাসান আছেন তিন ফরম্যাটেই।

    সর্বশেষ গত বছরের সেপ্টেম্বর ২৪ জনকে নিয়ে কেন্দ্রীয় চুক্তির দল ঘোষণা করেছিল বিসিবি। সেখান থেকে বাদ পড়েছেন ৫জন। বাদ পড়েছেন সাইফ উদ্দিন, আবু জায়েদ রাহী, সৌম্য সরকার, সাইফ হাসান ও শামীম হোসেন। তাদের মধ্যে আবু জায়েদ ও সাইফ হাসান কেবল টেস্ট ফরম্যাটে ছিলেন, শামীম ও সৌম্য ছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে। সাইফউদ্দিন ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বাদ পড়েছেন।

    অপর দিকে প্রথমবার সুযোগ পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বি।

    নতুন কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী শুধু টেস্টে রয়েছেন সাতজন। টি-টোয়েন্টিতে আছেন চারজন। ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটে আছেন শুধু তিনজন। টেস্ট ও ওয়ানডেতে আছেন দুই ক্রিকেটার। তিন ফরম্যাটেই আছেন কেবল ৫ ক্রিকেটার।

    তিন সংস্করণে চুক্তিতে আছেন যারা : মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

    টেস্ট ও ওয়ানডেতে : তামিম ইকবাল খান, মেহেদী হাসান মিরাজ।

    ওয়ানডে ও টি-টোয়েন্টিতে: মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন।

    শুধু টেস্টে: মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি, ইবাদত হোসেন চৌধুরী, মাহমুদুল হাসান জয়।

    শুধু টি-টোয়েন্টিতে: মোহাম্মদ নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img