প্রভাতি সংবাদ:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে আদৌ যাবেন কি না তা নিয়ে ধোঁয়াশা ছিলই। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রামে থাকবেন সাকিব।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ফলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে পাচ্ছে না বাংলাদেশ।
জালাল ইউনুস বলেন, ‘সে যেহেতু বলছে মানসিক ও শারীরিক ভাবে ঠিক না তাই তাকে বিশ্রাম দেয়া উচিত। তাকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে বিশ্রাম নেওয়ার জন্য আমরা অনুমতি দিয়েছি। আমরা তাকে জানিয়েছি এই ৩০ তারিখ পর্যন্ত সে বিশ্রাম নিতে পারে। সবধরনের ক্রিকেট থেকে সে বিশ্রামে থাকবে।’
তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরটি এপ্রিলের ১৪-১৫ তারিখ পর্যন্ত। সে যেহেতু বিশ্রাম চেয়েছে আমরা তাকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম নিতে বলেছি। সে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সে একজন অলরাউন্ডার। তার আরও সার্ভিসের দরকার আছে আমাদের। সামনে টি-টুয়েন্টি বিশ্বকাপ আছে। সে তাই বিশ্রামের কথা বারবার বলেছে। সে কথা চিন্তা করেই আমরা তাকে ৩০ তারিখ পর্যন্ত বিশ্রাম দিয়েছি।’
এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার জন্য মানসিকভাবে ও শারীরিকভাবে প্রস্তুত নন বলে জানিয়েছিলেন সাকিব। এই অলরাউন্ডারের এমন মন্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সাকিবকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য দুইদিনের সময় বেঁধে দিয়েছিল বিসিবির। এরই মধ্যে বিসিবিকে নিজের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন তিনি। এরপর বিসিবির তার বিশ্রামের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে।