বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল নোম্যান্সল্যান্ডে বাংলাদেশ ভারত দুই দেশের মধ্যে অস্থায়ী শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা দিয়েছেন দুই দেশের সংসদ সদস্যরা। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা সময় দুই দেশের এমপিসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
এমন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- যশোর ৮৫ শার্শা ১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন,শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদসহ আরো অনেকে।
ভারতের পক্ষে ছিলেন বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ রায়, সাবেক এমপি মমতা ঠাকুর, তৃণমূলের জেলা সভাপতি আলো রাণী সরকার সহ আরো অনেকে।