নাজমুল হাসান, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আকরাম হোসেন (২০) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে নিয়েছেন তার ভাবি।
গত রবিবার (২৭ জুন) গভীর রাতে উপজেলার কয়ড়ার ইউনিয়নের রতনদিয়া দায়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আবদুল কাদেরের ছেলে।
আহতের বাবা আবদুল কাদের বলেন, রাত সাড়ে ১০টার দিকে মোবাইল সারানোর কথা বলে আকরামকে ঘরে ডেকে নিয়ে যায় মমতা খাতুন। এ সময় কাচি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দিলে সে চিৎকার দেয়। তাৎক্ষণিক ভাবে তাকে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে নেয়া হলে সেখান থেকে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: ‘যে নারী পুরুষের সঙ্গে পাবলিক বাসে উঠে, ইমাম মাহাদীর বিরুদ্ধে এরাই যুদ্ধ করবে’
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, ভিকটিম হাসপাতালে ভর্তি থাকায় কি কারণে এ ঘটনা ঘটেছে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ থানায় দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: অপু বিশ্বাসের শরীরী তরঙ্গে সামাজিক মাধ্যম মাতোয়ারা
তিনি আরও বলেন, ওই নারী আরও একজন যুবকের পুরুষাঙ্গ কর্তন করেছিলেন বলে শুনেছি। ওই সময়েও বিষয়টি পুলিশকে না জানিয়ে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।