নিজস্ব প্রতিবেদক
মাত্র ১০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা করে এখন লাখ টাকা আয় করছেন টাঙ্গাইলের মেয়ে সিথী।
শহরের বেড়াডোমা এলাকার ফেরদৌসী ইসলাম জহিরুল ইসলামের তিন সন্তানের মধ্যে সিথী দ্বিতীয়। ইচ্ছাশক্তি, বুদ্ধি, মেধা, শ্রম, নিপুণ হাতের কৌশলে প্রমাণ করেছেন সফলতা আসে মেধা ও পরিশ্রম দেখে।
২০২০ সালের ১ জুন মহামারি করোনার মধ্যেই শুরু করেন ব্যবসা। তার প্রতিষ্ঠানের নাম ‘ইচ্ছে রঙিন’। ছেলে বন্ধুর (বর্তমানে স্বামী) কাছ থেকে নেওয়া । কঠোর পরিশ্রমে মাত্র পাঁচ মাসের মাথায় হয়েছেন লাখপতি। এখন তার হ্যান্ড পেইন্টের শাড়ি বিক্রি করে মাসে আয় ৩০-৩৫ হাজার টাকা।
ফেরদৌসী ইসলাম সিথী বলেন, “স্বপ্ন ছিল আকাশছোঁয়া। অনার্স শেষ করে যখন বাসায় বসে থাকতাম, দম বন্ধ হয়ে আসতো। বিবিএতে পড়াশোনা করার সুবাদে ব্যবসার প্রতি একটু ঝোঁক ছিল। একদিন আমার বড় বোন উইতে (উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম) আমাকে যুক্ত করেন।”
বড় বোনের কথাতেই শাড়ি আর রঙ কিনে আঁকা শুরু করেন সিথী। এখনও সেভাবেই আঁকা চলছে। উইতে যুক্ত হওয়ার পর থেকে তার ভাবনা ছিল, কাজ দিয়ে সবার মনে জায়গা করতে হবে।
“উদ্যোক্তা জীবনটা আমার কাছে অনেক মজার আর স্বাধীন মনে হয়। এজন্যই আমি ঠিক করে রেখেছিলাম, এমন কিছু করব, যেখানে আমি আমার মতো করে সবকিছু করতে পারব। এই জন্যই মূলত ক্ষুদ্র ব্যবসায়ী হওয়া।”
সিথী বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে ব্যবসা নিয়েই আছেন। মাস্টার্স করার ইচ্ছা আছে। তিনি বর্তমানে সিগনেচার পণ্য ও হ্যান্ডপেইন্টের পণ্য নিয়ে কাজ করছেন। সঙ্গে আছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত পণ্য।