লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার কালিগঞ্জে নববধুর প্রান ঝরল সড়কে। নববধু আশামনি (১৯)স্বামীর মটর সাইকেলে চড়ে বাবার বাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নববধুর মৃত্যূ হয়, নববধুর স্বামী জাকারিয়া গুরুতর আহত হন, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার ২১শে ফেব্রুয়ারি রাত ১০টার দিকে কালিগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের তুষভান্ডার বাইপাস সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত নববধু আশামনি তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের জাকারিয়া হোসেনের স্ত্রী এবং দলগ্রাম ইউনিয়নের অহিদুল ইসলামের কন্যা। তিনমাস পূর্বে আশামনির বিবাহ জাকারিয়া হোসেনের সাথে হয়েছে।
ঘটনার বিবরনে পুলিশ জানায় সোমবার রাত ১০টার দিকে নববধু আশামনি তার স্বামী জাকারিয়াসহ মটর সাইকেল যোগে বাবার বাড়ী দলগ্রাম যাচ্ছিলেন, বুক সুলা ব্রীজের নিকটে পৌছলে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মারলে নববধু আশামনি মটর সাইকেল থেকে ছিটকে সড়কে গিয়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা আহত জাকারিয়াকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে নববধুর মৃতদেহ উদ্ধার করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার কথা শুনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।