প্রভাতি সংবাদ ডেস্ক:
৫০০ টন লোহা দিয়ে ভারতের বিহার রাজ্যে ৬০ ফিট একটি ব্রিজ নির্মাণ করেছিল সরকার। কিন্তু রাতারাতি উধাও হয়ে গেল সে ব্রিজ! ভেঙ্গে পড়েনি! আসলে, গোটা ব্রিজটি চুরি হয়ে গেছে।
বিহারের রোটাস জেলায় চুরি যাওয়া ওই ব্রিজের চোরদের ধরতে সক্ষম হয়েছে পুলিশ। জানা যায়, বিহার পুলিশ গতকাল রবিবার এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন পানি সম্পদ গবেষণার উপ বিভাগীয় কর্মকর্তা।
পুলিশ জানায়, চোরেরা ট্রাক, পিক আপ, গ্যাস কাটার ও অন্যান্য যানবাহন নিয়ে আসে। ৩ দিন ধরে ব্রিজটি কাটার পর তারা পালিয়ে যায়। রোটাস জেলার পুলিশ সুপার বলেছেন, পানি সম্পদ গবেষণার উপ বিভাগীয় কর্মকর্তার যোগসাজশেই এই চুরির ঘটনা ঘটেছে।