প্রভাতী বার্তাকক্ষ
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা বিশ্বজুড়ে অপরাধ কর্মকাণ্ড পরিচালনায় ব্যবহৃত অ্যাপ হ্যাক করেছে । হ্যাক অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ট্রোজান শিল্ড’।
এই হ্যাকিংয়ের মাধ্যমে অপরাধীদের লাখ লাখ এনক্রিপ্টেড মেসেজ পড়ে তাদের পরিকল্পনা ভেস্তে দেয়ার কাজ চলছে।
এসব ম্যাসেজের ভিত্তিতে এরই মধ্যে ১৮টি দেশ থেকে আটশোর বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৪ কোটি ৮০ লাখ ডলার ও কয়েক টন মাদক দ্রব্য।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সাংবাদিকদের বলেন, ‘বিশ্বব্যাপী সংঘবদ্ধ অপরাধের ওপর বেশ বড় আঘাত হেনেছে এই অভিযান। অস্ট্রেলিয়ার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইতিহাসে এটি স্মরণীয় মুহূর্ত।’
অস্ট্রেলিয়ার আন্ডারওয়ার্ল্ডে জড়িতরা অ্যানম অ্যাপযুক্ত কাস্টমাইজড ফোন যোগাযোগের স্বার্থে সহযোগীদের সরবরাহ করত। চক্রটি তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে যে অ্যাপ ব্যবহার করত, হ্যাকিংয়ের মাধ্যমে সেই অ্যানম ম্যাসেজিং অ্যাপের নিয়ন্ত্রণ নিয়ে নেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা।