প্রভাতি সংবাদ:
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বল হাতে দারুণ এক দিন পার করলেন মাশরাফি বিন মোর্ত্তজা। এদিন মিরপুরে যেন ফিরে এলো সেই চিরচেনা মাশরাফি। দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই অধিনায়ক। বল হাতে পুরনো ফর্ম ফিরিয়ে একাই নিয়েছেন চার উইকেট। মিরপুরে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি। ইনিংসে তার প্রথম শিকার হাসানুজ্জামান। দলীয় ১৮ রানে থারাঙ্গা আউট হলে ২০ রান যোগ করেই সাজঘরে ফিরেন হাসানুজ্জামান।
দ্বিতীয় শিকার পেতে একটু সময় নেন মাশরাফি। তার আগে অমিত মজুমদারের ব্যাটে ভালো স্কোরের দিকে এগোচ্ছিল খেলাঘর। তবে এরই মধ্যে চিরাগ জনির বলে ধসে পড়ে খেলাঘরের মিডল অর্ডার ব্যাটিং লাইন-আপ।
ব্যক্তিগত ৫৯ রান করে আউট হন অমিত। মাশরাফি নিজের দ্বিতীয় শিকার বানান ইফতেখারকে। দলীয় ১৯৮ রানে তাকে সাজঘরের পথ দেখান রূপগঞ্জের অধিনায়ক। পরের বলেই মাসুম টুটুলকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন মাশরাফি।
হ্যাটট্রিক না হলেও ওই ওভারের শেষ বলে নুর আলমকে আউট করে ইনিংসে নিজের চতুর্থ উইকেট শিকার করেন মাশরাফি। চার উইকেট নিতে বোলিং করেন ৮ ওভার। এই ৮ ওভারে রান দেন ৩৮। তিনি বাদেও দ্বিতীয় সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন চিরাগ।